স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার এ মহান মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব নারী ক্রিকেটে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই।’
অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশের নারী খেলোয়াড়দের প্রকৃত অভিভাবক নারী ও ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক নিজেদের কৃতিত্ব রাখতে সমর্থ হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও নারী ক্রিকেট দলের সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে সোমবার বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৩৪ রান৷ ওয়ানডেতে যা তাদের সর্বোচ্চ দলীয় রান৷ তবে মেয়েদের ক্রিকেটে পাকিস্তানের জন্য বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যও ছিল বেশ বড়৷
রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত৷ নাহিদা খান ও সিদরা আমিন উদ্বোধনী জুটিতেই দলকে নিয়ে যান শতরানের কাছাকাছি৷ এরপর লেগ স্পিন দিয়ে পাকিস্তানকে পর্যদুস্ত করে বাংলাদেশ৷ শেষ সময়ে স্নায়ুর চাপ সামলে ম্যাচ জিতে আনন্দ নৃত্যে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।