স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। আজ তাদের দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। গত মঙ্গলবার সৌদির কাছে হারের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল লিওনেল মেসির বাহিনী। শেষ ষোলোতে যেতে হলে আজ তাদের সামনে জয়ের বিকল্প নেই।
মেসির শেষ বিশ্বকাপ নিয়ে অনেক আশা ভক্তদের। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। প্রথম ম্যাচ হারের পর আর্জেন্টিনার পরিণতি খুব একটা সুখকর নয়।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পাঁচবার প্রথম ম্যাচ হেরে আসর শুরু করেছিল আর্জেন্টিনা। শুধু ১৯৯০ বিশ্বকাপে তারা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল। বাকিগুলোতে গ্রুপ পর্ব বা দ্বিতীয় রাউন্ডেই শেষ হয় বিশ্বকাপ যাত্রা। ১৯৩৪ বিশ্বকাপ শুরু হয়েছিল নক-আউট পর্ব দিয়ে। সুইডেনের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। ১৯৫৮ বিশ্বকাপে প্রথম ম্যাচে পূর্ব জার্মানির কাছে হারের পর আর্জেন্টিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
১৯৭০ সালে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা আর্জেন্টিনা ১৯৭৪ বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচে হেরে যায় পোল্যান্ডের বিপক্ষে। ওই আসরের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ১৯৮২ বিশ্বকাপ খেলেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে হারের পর দ্বিতীয় রাউন্ডে শেষ তাদের বিশ্বকাপযাত্রা। ১৯৯০ সালে প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টিনা। ওই বিশ্বকাপে তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল। জার্মানির কাছে ১-০ গোলে হেরে তাদের রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
বাঁচা-মরার লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে মেসিকে যে পরামর্শ দিলেন বাতিস্তুতা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।