স্পোর্টস ডেস্ক: গুঞ্জনটা শুরু হয়েছিল আর্জেন্টিনা দলের অনুশীলন থেকে। গত শনিবার আর্জেন্টিনার অনুশীলনে ১০ মিনিট দেরি করে আসেন মেসি। এরপর তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ না দিয়ে একা একাই বল ছাড়াই এক্সারসাইজ করছিলেন। তখনই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে আসা মেসির কি তাহলে চোট আছে?
কিছু কিছু সংবাদমাধ্যম দাবি করে বসে, সৌদি আরবের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে মেসি অনিশ্চিত।
তবে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘মার্কা’ আর্জেন্টিনা দলীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মেসিকে নিয়ে চিন্তার কিছু নেই। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত আছেন। কোনোভাবেই যেন মেসির ওপর বাড়তি কোনো চাপ না পড়ে, সেদিকে কোচ লিওনেল স্কলোনি এবং অন্যান্য স্টাফেরা কড়া নজর রাখছেন।
গত ১৩ নভেম্বর মেসি তার ক্লাব পিএসজির হয়ে সর্বশেষ লিগ ম্যাচটি খেলেছেন। এরপর গত বুধবার আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও তিনি পুরো সময়ই মাঠে ছিলেন। ‘মার্কা’ জানিয়েছে, মেসির বিশ্রাম প্রয়োজন। তবে তাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আর্জেন্টিনার ভক্তরা নিশ্চিত থাকতে পারেন।
পুরো ফিট থেকেই তিনি সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবেন। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৪টায়।
বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে আলোড়ন সৃষ্টিকারী অর্ধেক শরীরের কে এই মুফতাহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।