Close Menu
iNews
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্বকাপে ভারতের ভরাডুবির পেছনে ৪ কারণ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিশ্বকাপে ভারতের ভরাডুবির পেছনে ৪ কারণ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 3, 20214 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে প্রথম দুই ম্যাচে ভারত শোচনীয়ভাবে হেরেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে। ফলে কঠিন হয়ে গেছে সেমিফাইনালে ওঠার পথই। বাকি তিন ম্যাচে জিতলেও নিশ্চিন্ত থাকবে না কোহলির দল, তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড আর আফগানিস্তানের দিকেও।

এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই অনেকে বিরাট কোহলির হাতে শিরোপা দেখতে শুরু করেছিলেন। বলছিলেন ভারতের শিরোপা জয় সময়ের ব্যাপার। সেই দলের কাছে কিনা এখন সেমিফাইনালই বহু দূরের স্বপ্ন; শিরোপা তো পরের ব্যাপার। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় ভারতের সেমিফাইনালে ওঠার বিষয়টি দাঁড়িয়ে আছে অনেকগুলো কঠিন সমীকরণের ওপর। কেন ভরাডুবি হলো ভারতের? সেই কারণ খুঁজেছেন টেলিগ্রাফের ক্রীড়া সাংবাদিক টিম উইগমোর।

এক. সিনিয়রদের ওপর অধিক আস্থা: টেস্টে সাধারণত সেরা টপ অর্ডারই খুঁজে নেওয়া হয়। এটি বহুদিনের একটি সাধারণ অনুশীলন। কিন্তু টি-টোয়েন্টিতে টপ অর্ডার বাছাই করা আরও জটিল। এখানে কাজটি কেবল সেরা খেলোয়াড় বাছাই করা নয়; এখানে খেলোয়াড়দের ভারসাম্যের সমন্বয়ও করতে হয়।

গত মার্চে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে বিরাট কোহলি ওপেনিংয়ে নেমে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এরপর তিনি ঘোষণা দেন বিশ্বকাপে অবশ্যই রোহিত শর্মাকে ওপেনিং সঙ্গী হিসেবে দেখতে চান। আইপিএলেও প্রতিটি ম্যাচেই ওপেন করেছেন ভারতীয় অধিনায়ক। কিন্তু সমস্যা হলো, কে এল রাহুল এবং রোহিত শর্মাও তাঁদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করেছেন। এই তিনজনের ব্যাটিংয়ের ধরনও আবার একই। কৌশলের দিক থেকে তাঁরা তিনজনেই সেরা, কিন্তু তিনজনই থিতু হতে কিছুটা সময় নেন। তারপর চালিয়ে খেলতে পছন্দ করেন। একটি সমস্যায় আবার এক বিন্দুতে মিলেছেন তিনজন—সুইংয়ের বিপক্ষে তিনজনেরই দুর্বলতা রয়েছে, যা পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয়ই নির্মমভাবে কাজে লাগিয়েছে।

এতে দলের ভারসাম্য কিছুটা নড়বড়ে হচ্ছে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেন করার জন্য বাঁহাতি স্পিন ও লেগ স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করা বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষাণকে ওপেনিংয়ে নামানো হয়েছিল। কিন্তু এটি আবার অন্যদিকে দলকে ক্ষতিগ্রস্ত করেছে। কোহলি, যিনি ওপেন করার জন্য সবচেয়ে উপযুক্ত, তাকে কিনা নামিয়ে দেওয়া হয়েছে ৪ নম্বরে। ভারসাম্যের চেয়ে সিনিয়রদের অগ্রাধিকার দেওয়ার জন্য ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। বোলিংয়েও ঠিক একই।

দুই. পরিকল্পনা: পাঁচ বছর আগে, ২০১৬ সালে ভারত তাদের অত্যধিক রক্ষণশীল ব্যাটিং পরিকল্পনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। সেই বিশ্বকাপে মুম্বাইতে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিত ও কোহলি ভারতকে ১৯২–২ ইনিংস গড়তে নেতৃত্ব দেন। তবু ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জিতেছিল। কেননা, ভারতের ৪ ছক্কার বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ১১টি ছক্কা মেরেছিলেন।

এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি মারার হারে অনেক পিছিয়ে ছিল। চূড়ান্ত ফলে যেটি প্রভাব রেখেছে। ভারত যেখানে ৭১ বলে কোনো বাউন্ডারিই মারতে পারেনি, সেখানে নিউজিল্যান্ড ৯.৫ ওভারে ৮টি চার ও ২টি ছক্কা মেরেছে।

এই বিশ্বকাপে পাওয়ার প্লে কে সর্বাধিক ব্যবহার করতে পারবে, তার ওপর নির্ভর করছে অনেক কিছু। কেননা, পিচ ধীরে ধীরে মন্থর হবে এবং তাতে রান তোলা আরও কঠিন হবে। কিন্তু ভারত তাদের দুই ম্যাচেই বলের চেয়ে রান বেশি করতে ব্যর্থ হয়েছে। উইকেট হারানোর পর ভারত ম্যাচে ফিরে আসতে যথেষ্ট সময় নিয়েছে। সুপার ১২-এর কোনো দলই এভাবে খেলেনি। ভারতের এমন পরিকল্পনায় উইকেট সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে, কিন্তু রান বাড়ানোর দিকে মন দেওয়া হয়নি।

তিন. সংকীর্ণমনা: আইপিএল ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটকে অসাধারণ সুবিধা দেয়—এতে সন্দেহ নেই। এখানে যদিও বিদেশি সেরা খেলোয়াড়দেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে, কিন্তু ব্যবস্থাটি পারস্পরিক নয়। ভারতের খেলোয়াড়দের বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে বাধা দেওয়া হয়।

আইপিএলের বাণিজ্যিক আকর্ষণ সর্বাধিক করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত আসলে ভারতের উদীয়মান টি-টোয়েন্টি খেলোয়াড়দের ক্ষতি করছে। কেননা, তাঁরা বিদেশের কন্ডিশন, বিভিন্ন সংস্কৃতি, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগটা সেভাবে পাচ্ছে না।

এটি তরুণ ভারতীয় ক্রিকেটারদের ক্যারিয়ারের বিকল্পগুলোকেও সীমিত করে দিচ্ছে। আপনি যতই প্রতিভাবান হোন না কেন, টি-টোয়েন্টিতে পারদর্শী হওয়ার ক্ষেত্রে আইপিএল বা ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো সেভাবে প্রভাব ফেলে না। কেননা, এই লিগগুলোই বড়জোর চার মাস। বাকি আট মাস তো ক্রিকেটারদের অন্য সংস্করণের ক্রিকেট খেলতে হয়। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে আইপিএল থেকে আসা কেউ যদি থাকেন, তিনি বরুণ চক্রবর্তী।

চার. ক্লান্তি: ২০০৯ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট হিসেবে এসেছিল, তবু সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। তখন ভারতের কোচ গ্যারি কারস্টেন বলেছিলেন, ‘আমরা যখন এখানে এসেছি, তখন আমরা অপেক্ষাকৃত ক্লান্ত দল ছিলাম।’ তিনি বিশ্বকাপের আগে হওয়া আইপিএলকে এর জন্য দায়ী করেন।

বারো বছর পরে ভারত আবার সেই ক্লান্তি নিয়েই বিশ্বকাপে এসেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডে যাওয়ার পর থেকে ভারতের সব সংস্করণের ক্রিকেটাররা পাঁচ মাস ধরে বায়ো-বাবলের মধ্যে আছেন।

নিউজিল্যান্ডের কাছে হারার পর জাসপ্রিত বুমরাহ বলেছেন, ‘কখনো কখনো বায়ো-বাবলে ক্লান্তি, মানসিক অবসাদও আসে। কখনো কখনো আপনার বিরতি প্রয়োজন। আপনি মাঝে মাঝে আপনার পরিবারকে মিস করেন। আপনি ছয় মাস ধরে খেলার মধ্যে আছেন। তাই এসব কিছু মাঝে মাঝে আপনার মনের ওপর প্রভাব ফেলে।’

আইসিসি ইভেন্টে টানা চতুর্থবার ভারতকে পরাজিত করা নিউজিল্যান্ড কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের পর বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। ক্লান্ত হয়ে আসার পরিবর্তে বিশ্বকাপ জিততে নিউজিল্যান্ড এই সময়ে ক্রিকেটারদের বিশ্রাম দিতে পেরেছে, পরিকল্পনাও সাজাতে পেরেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

December 30, 2025
রেকর্ড ভেঙে দিয়েছে

বিশ্বকাপের ইতিহাসে নজির: ১৫ দিনে টিকিট আবেদন ১৫ কোটি

December 30, 2025
ছক্কার রেকর্ড তানজিদ তামিম

ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তানজিদ তামিম

December 29, 2025
Latest News
বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

রেকর্ড ভেঙে দিয়েছে

বিশ্বকাপের ইতিহাসে নজির: ১৫ দিনে টিকিট আবেদন ১৫ কোটি

ছক্কার রেকর্ড তানজিদ তামিম

ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তানজিদ তামিম

Kabila

‘রোকেয়ার’ খবর নিলেন পাকিস্তানি সঞ্চালক, অবাক হয়ে গেলেন কাবিলা

পাকিস্তানি তারকা

বিপিএল খেলতে এসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি তারকা

Sun

দেখা নেই সূর্যের, ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু খেলা

কাবিলা

পাকিস্তানি উপস্থাপকের মুখে রোকেয়ার নাম, চমকে উঠলেন পলাশ

বিপিএলের শুভসূচনা

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

২০২৬ ব্যালন ডি’অর

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে আছেন মেসি, রোনালদোর কী অবস্থা?

lionel-messi

২০২৫ সালে কত কামিয়েছেন মেসি, আয়ে শীর্ষে কে?

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.