বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লো আফগানিস্তান

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে সবচেয়ে বাজে সময় কেটেছে আফগানিস্তানেরই। বিশ্বকাপ শুরুর আগে যে বড় স্বপ্নের কথা জানিয়েছিল আফগানরা, মাঠের খেলায় দেখা যায়নি তার ছিটেফোঁটাও। একের পর এক হারে বিধ্বস্ত দল হয়ে উঠেছে তারা। কিছুতেই পাচ্ছে না জয়ের দেখা।

টানা হারের সঙ্গে আফগানিস্তানের দলের ভিতরে অর্ন্তকোন্দলের গুঞ্জনও শোনা যাচ্ছে। এমন মুহূর্তে একটি জয়ই হয়তো বদলে দিতে পারতো দলটির চেহারা।

বৃহস্পতিবার বিশ্বকাপের ৪২তম ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেন গেইলরা। তাদের ছুড়ে দেয়া চ্যালেঞ্জের জবাবটা দারুণভাবে দিলেও জয় নিশ্চিত করতে পারেনি আফগানরা। আফগানিস্তানকে ২৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে থেকে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।

এই হারের মাধ্যমে লজ্জার একটি রেকর্ডও গড়েছে গুলবাদিন নাইবের নেতৃত্বাধীন দল।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ড এতদিন ছিল জিম্বাবুয়ের। ১৯৯২ সালের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে প্রথম ৭টিতেই হেরেছিল তারা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় নিয়ে লজ্জার বিশ্বকাপ মিশন শেষ করে জিম্বাবুইয়ানরা।

চলতি বিশ্বকাপে নিজেদের ৯ ম্যাচের সবগুলোতে হেরে জিম্বাবুয়ের সেই হারের রেকর্ড ছাড়িয়ে গেল আফগানিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ে এক ম্যাচে জয় পেলেও বিশ্বকাপের দ্বাদশ আসরে কোনো ম্যাচেই জয় পায়নি আফগানিস্তান।