জুমবাংলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পরীক্ষায় আগামীকাল শুক্রবার (২১ জুন) ভোরে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে জানা গেছে দীর্ঘ ৫ বছর পর ভারত সফরে যাওয়া চূড়ান্ত হয়েছে টিম টাইগার্সের। ২০১৯ সালে ভারতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ দল। সেবার দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল তারা।
বৃহস্পতিবার (২০ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২৪-২৫ মৌসুমের আন্তর্জাতিক সূচি প্রকাশ করলে সেখানেই নিশ্চিত হয় বাংলাদেশের ভারত সফরের বিষয়টি।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়েই ঘরের মাঠে ২০২৪-২৫ আন্তর্জাতিক মৌসুম যাত্রা শুরু করবে ভারত। সফরে বাংলাদেশ দল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিতে অংশ নেবে।
সিরিজের দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর কানপুর হবে দ্বিতীয় টেস্ট। সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এগুলোর ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে তারা। এরপর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এ সিরিজটিও অনুষ্ঠিত হবে ভারতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।