স্পোর্টস ডেস্ক: চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এবারের বিশ্বকাপে দশটি দল খেলবে। সেই দশ দল থেকে পাঁচটি দলের নাম জানালেন গৌরভ গাঙ্গুলী, যারা সেমিফাইনালের জন্য ফেভারিট।
শনিবার ৫১ বছরে পা দেওয়া সৌরভ বলেন, ‘আসলে এটা হলপ করে বলা কঠিন যে কোন কোন দল সেমিফাইনাল খেলবে।
তবে যদি ফেভারিট ধরি তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতকে এগিয়ে রাখতে হবে। সেমিফাইনালের প্রশ্নে আপনি কিন্তু নিউজিল্যান্ডকেও ছোট করে দেখতে পারেন না। সে ক্ষেত্রে আমি পাকিস্তানসহ পাঁচ দলকে ফেভারিটের তালিকায় রাখব।’
বিসিসিআইয়ের সাবেক সভাপতি আরো বলেন, ‘পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে আমরা হয়তো ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান লড়াই দেখতে পাব।
’ এর আগে গ্রুপ পর্বে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গাঙ্গুলীর প্রত্যাশা, সেমিফাইনালে আবার মুখোমুখি হবে এই দুই দল।
গাঙ্গুলীর শহর কলকাতার ইডেন গার্ডেন বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু। যেখানে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
অন্যদিকে মুম্বাইয়ে হবে প্রথম সেমিফাইনাল। ভারত যদি সেমিফাইনালে পাকিস্তানকে না পায় তাহলে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। আর যদি পাকিস্তানকে পায় তাহলে পিসিবির চাওয়া অনুযায়ী তাদের সেমিফাইনাল খেলতে হবে কলকাতায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।