স্পোর্টস ডেস্ক: চলমান কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী সবগুলো দলই দুইটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচ থেকে বিশ্বকাপে আসা দলগুলো সম্পর্কে ইতিমধ্যেই ধারণা পাওয়া গেছে। এরই মধ্যে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল তাদের নকআউট পর্ব নিশ্চিত করেছে। এখন পর্যন্ত দলগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপের পাওয়ার র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম।
প্রকাশিত সেই র্যাংকিংয়ে সবার শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে, ব্রাজিলের ধারেকাছেও নেই মেসির আর্জেন্টিনা। ব্রাজিলের পরের অবস্থানে রয়েছে ফ্রান্স, তৃতীয় আর চতুর্থ স্থানে যথাক্রমে স্পেন ও পর্তুগাল। গোল ডটকমের সেই র্যাংকিংয়ের সেরা পাঁচে জায়গা হয়নি মেসির আর্জেন্টিনার। তালিকার আট নাম্বারে অবস্থান করছে তারা।
ব্রাজিল: বিশ্বকাপের পাওয়ার র্যাংকিংয়ে সবার শীর্ষে রয়েছে ব্রাজিল। ২০০২ বিশ্বকাপের পর এই প্রথম তারা আসরের শুরুর দুই ম্যাচেই জয় পেয়েছে। নেইমারকে ছাড়াই সর্বশেষ ম্যাচে জয় তুলে নেয় তারা। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপের ব্রাজিলের দল অন্য যে কোন বারের চেয়ে শক্তিশালী।
ফ্রান্স: ব্রাজিলের পর তালিকার দুইয়ে আছে ফ্রান্স। ইনজুরি জর্জরিত ফ্রান্স তাদের মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়তে দেয়নি। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় তুলে নেয় তারা। এরপর ডেনমার্কের বিপক্ষেও আধিপত্য বিস্তার করেই জয়লাভ করে তারা। চলতি বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে রয়েছে তারা।
স্পেন: ব্রাজিল, ফ্রান্সের পর তিনে আছে স্পেন। লুইস এনরিকের তরুণ দলটাকে বিশ্বকাপের ফেভারিট বলা হচ্ছে। কোস্টারিকার বিপক্ষেই তারা প্রমাণ করেছে দল হিসেবে কতটা ভয়ঙ্কর তারা। শক্তিশালী জার্মানির বিপক্ষে জিততে না পারলেও দারুণ ফুটবল উপহার দিয়েছিল তারা।
আর্জেন্টিনা: বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে হোঁচট খায়। বিশ্বকাপের পাওয়ার র্যাংকিংয়ে আটে থাকা মেসিরা নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নেয়। তবে নকআউট পর্ব নিশ্চিত করার জন্য তাদের অপেক্ষা করতে হবে তৃতীয় ম্যাচ পর্যন্ত।
সূত্র: গোল ডটকম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।