বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসির বিশ্বকাপ জয়

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ হারিয়ে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
প্রথমার্ধে ২ গোলের দেখা পায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পায় ফ্রান্স। এতে ২-২ সমতায় শেষ হয় খেলার ৯০ মিনিট। এরপর অতিরিক্ত সময়ে গড়ালো ফাইনাল। এই সময়ে মেসি আরও এক গোল করে ৩-২ গোলে এগিয়ে নেয় দলকে। এরপরই পেনাল্টি থেকে গোল পায় ফ্রান্স, এমবাপ্পের পা থেকে তৃতীয় গোলে সমতায় গড়ায় ম্যাচ।

শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচ টাইব্রেকারে জয় করেছে আর্জেন্টিনা। ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা। ইতিহাস সেরার কাতারে নাম লেখালেন মেসি।

অপূর্ণতাকে একক নৈপুণ্যেই নিজের করে নিয়েছেন এলএম টেন। আবারও যেন মেসির মাঝেই ফিরে এলেন প্রয়াত দিয়াগো ম্যারাডোনা।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে শেষ দিকে মোমেন্টাম ঘুরে যায় ফ্রান্সের দিকে। পেনাল্টির পর এমবাপ্পের গোলে নির্ধারিত মূল সময়ের শেষ দিকে সমতায় ফেরে ফ্রান্স।

যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। তবে পেনাল্টি থেকে আবারও গোল করে নিজের ইতিহাস গড়া হ্যাট্রিকের সাথে দলকে ৩-৩ গোলের সমতায় ফেরান এমবাপ্পে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর আধিপত্য ধরে রাখতে পারেনি ফ্রান্স। মেসিরা ৪-২ গোলে ম্যাচ জিতে নেয়।