বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির পরিমাণ বেড়েছে। এর ফলে বৈশ্বিক স্মার্টফোন–বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট। বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি মডেলের স্মার্টফোনের একটি তালিকাও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি মডেলের স্মার্টফোনের পাঁচটিই স্যামসাংয়ের তৈরি। অ্যাপলের তৈরি চারটি মডেলের আইফোনও রয়েছে তালিকায়।
কাউন্টার পয়েন্টের তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোনের বিক্রি ২ শতাংশ বেড়ে ৩০৭ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। বিক্রির সংখ্যায় স্যামসাং ১৯ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে অবস্থান করছে। আর আয়ের দিক থেকে সবার ওপরে রয়েছে অ্যাপল। এই প্রান্তিকে অ্যাপল তাদের সর্বোচ্চ বিক্রি, আয় ও গড় বিক্রয় মূল্য অর্জন করেছে। বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে যে ১০ মডেলের স্মার্টফোন বেশি বিক্রি হয়েছে, সেগুলোর মডেলগুলো দেখে নেওয়া যাক।
বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনগুলো হলো:
- আইফোন ১৫
- আইফোন ১৫ প্রো ম্যাক্স
- আইফোন ১৫ প্রো
- গ্যালাক্সি এ১৫ ৪জি
- গ্যালাক্সি এ১৫ ৫জি
- গ্যালাক্সি এ৩৫ ৫জি
- গ্যালাক্সি এ০৫
- আইফোন ১৪
- রেডমি১৩সি ৪জি
- গ্যালাক্সি এস২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।