আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হবে কি না, সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির জরুরি কর্মসূচি বিষয়ক বিভাগের প্রধান ড. মাইক রায়ান। পাশাপাশি এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এপি
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেছেন, করোনা ভাইরাস একেবারেই নতুন। তাই এটি মোকাবিলা করা খুবই চ্যালেঞ্জিং। তবে চীন যেভাবে লড়ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে। তবে ইতোমধ্যেই চীনের সীমা অতিক্রম করে বিশ্বের আরও ২০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। যে কারণে সারা বিশ্বের মানুষের মনেই বিরাজ করছে আতঙ্ক। ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তেই বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি হতে পারে।
এ বিষয়ে মাইক রায়ান জানান, করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭০ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৬ হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।