আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে পাঁচ মাসের কম সময়ের মধ্যে বিশ্বজুড়ে সাড়ে তিন লাখের বেশি মানুষের মৃত্যু হল। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখ পর্যন্ত কভিড-১৯ রোগে ৩ লাখ ৫০ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে।
যে চীন থেকে গত ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়েছিল সেখানে অবশ্য পরিস্থিতি কিছুটা ‘নিয়ন্ত্রণে’। দেশটির সরকারের দাবি অনুযায়ী ৪ হাজার ৬৩৮ জনের মৃত্যু হয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৯৮ হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত ১৬ লাখ ৮০ হাজার ৬৮০ জন।
এরপরে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে ৩ লাখ ৯১ হাজার ২২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ২৪ হাজার ৫১২ জন মারা গেছেন।
হপকিন্সের তালিকায় তৃতীয় স্থানে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৭ জনের।
ব্রাজিল-রাশিয়ার তুলনায় যুক্তরাজ্যে আক্রান্ত কম (২৬৬,৫৯৯) হলেও নতুন রোগটিতে সেখানে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ১৩০ জনের।
দশদিনের শোক ঘোষণা করা স্পেনে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ২৫৯ জন।
তালিকায় শীর্ষ দশে উঠে আসা ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৩৪৪ জন।
মঙ্গলবার সরকারের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ৫২২, আক্রান্ত ৩৬ হাজার ৭৫১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।