আন্তর্জাতিক ডেস্ক : বাজারে আবার চিনির দাম বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে তা গত ১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বৈরি আবহাওয়ায় বিশ্ববাজারে চিনির সরবরাহ ব্যাহত হতে পারে। এ নিয়ে উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে খাদ্যপণ্যটির দর বেড়েছে।
সোমবার (২৪ জুলাই) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।
প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৫ দশমিক ১৫ সেন্টে। গত ২২ জুনের পর যা সবচেয়ে বেশি।
একই কার্যদিবসে আসছে অক্টোবরের সাদা চিনির দর বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৭০৩ ডলারে।
ব্যবসায়ীরা বলছেন, দক্ষিণ ইউরোপে তীব্র তাপপ্রবাহ এবং বর্ষা মৌসুমের আগেভাগেই বৃষ্টি শুরু হওয়ায় ব্রাজিলে উৎপাদন কমেছে।
তারা আরও বলছেন, এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতেও চিনির উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির সরবরাহ হ্রাস পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।