স্পোর্টস ডেস্ক: বিশ্ববাসীকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে পাঁচ দলীয় এক সড়ক নিরাপত্তা বিশ্ব সিরিজ খেলবেন সাবেক তারকা ক্রিকেটাররা। যেখানে অংশ নেবে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। পাঁচ দলের অনেক সাবেক ক্রিকেটারদের এই টি-২০ সিরিজে আবার ব্যাট-বল হাতে মাঠে নামতে দেখা যাবে।
আগামী ৭ মার্চ থেকে ভারতে শুরু হবে এই টুর্নামেন্টটি। ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাই এবং পুনেতে। ইতোমধ্যে ভারত তাদের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ১২ সদস্যের এক দল গড়েছে। ওই দলে রয়েছেন বিরেন্দ্র শেবাগ, জহির খান, যুবরাজ সিং, ইরফান পাঠানদের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। দলটিকে নেতৃত্ব দিবেন সর্বকালের সেরা ব্যাটসম্যান খ্যাত শচীন টেন্ডুলকার।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চ্যারিটি ম্যাচ খেলেছেন সাবেক অনেক ক্রিকেটাররা। সেখানে ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালসদের দেখা গেছে। অজি তারকা ব্রেট লি, ম্যাথু হেইডেন, গ্রিলক্রিস্টরা খেলেছেন। সড়ক নিরাপত্তার এই সিরিজেও দেখা যেতে পারে তাদের। লংকান সাবেক তারকা দিলশান, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাসরাও খেলতে পারেন।
ইন্ডিয়ান লিজেন্ড স্কোয়ার্ড: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), বিরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, সামির দিঘে (উইকেটরক্ষক), ইরফান পাঠান, অজিত আগারকার, জহির খান, সঞ্জয় বাঙ্গার, মুনাফ প্যাটেল, মোহাম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, সাইরাজ বাহুতুলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।