এম আব্দুল মান্নান: বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) পরিদর্শন করেছেন।
পরিদর্শনের শুরুতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এসডিএস’র সভাকক্ষে সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। সভায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘লো-ইনকাম কমিউনিটি হাউজিং সাপোর্ট’ প্রকল্পের অধীন বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের উপর স্লাইড উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক (এমএফ) ও প্রকল্পের ফোকাল পারসন বিএম কামরুল হাসান (বাদল)। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের লিড সোস্যাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ অনা ডোনেল, টাস্ক টিম লিডার ও সিনিয়র সোস্যাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ সোনিয়া মুমতাজ সুলতান, কনসালটেন্ট জয়তি সিঁথি, মাইকেল গ্রিন, রফিকুল ইসলাম এবং সিনিয়র হাউজিং ফাইন্যান্স বিশেষজ্ঞ হ্যারিস খা’রে। পিকেএসএফ এর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ব্যবস্থাপক (কার্যক্রম) ড. একেএম নুরুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান ও প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম। অন্যদের মধ্যে ছিলেন এসডিএস’র উপ-পরিচালক (হিসাব) ইয়াছিন খান, উপ-পরিচালক (মানব সম্পদ) অমলা দাস, কৃষি সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, ডকেমেণ্টেশন অফিসার মোঃ নাজমুল সরদার ও এলাকা ব্যবস্থাপক (এমএফ) সুলতান মাহমুদ খন্দকার প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এর নেতৃত্বে প্রতিনিধি দলটি শরীয়তপুর সদর শাখা অন্তর্ভুক্ত ‘লো-ইনকাম কমিউনিটি হাউজিং সাপোর্ট’ প্রকল্পে্র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন অগ্রগতিতে প্রতিনিধি দলটি সন্তোষ প্রকাশ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।