Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে একদিনেই সারাবিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯৭৪ জন। যা এ পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত।
আর এই সময়ে মোট মৃত্যুবরণ করেছে ৪৮৯১ জন। ২৪ ঘণ্টায় এই ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে, ১০৫৫ জন। তবে আক্রান্তের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, ৪৭৩৪১ জন। ব্রাজিলে একদিনে আক্রান্ত ৪৬, ৯০৭ জন। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ হারিয়েছে ৬৬৩ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে ৯৯ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছে ৪ লাখ ৯৬ হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়েছে সাড়ে ৫৩ লাখেরও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।