আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৬ জনে। খবর ইউএনবি’র।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নতুন এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন।
আক্রান্তদের মধ্যে বর্তমানে ৮৫ হাজার ২৮৩ জন চিকিৎসাধীন এবং ৫ হাজার ৯২১ জন (৭ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ৭৭ হাজার ৭৫৩ জন (৯২ শতাংশ) রোগী সুস্থ্য হয়ে উঠেছেন এবং ৮ শতাংশ রোগী মারা গেছেন।
বিশ্বের ১৫৭টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
এর আগে, ক্রমবর্ধমান সংক্রমণ এবং বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ৪ জন ইউরোপের করোনাভাইরাস সংক্রমিত বিভিন্ন দেশে থেকে আগত। তবে আক্রান্ত প্রথম তিন জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে রবিবার জানিয়েছে সরকার।
রবিবার একদিনে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের তিনটি দেশে। ইতালিতে এ পর্যন্ত ১ হাজার ৮০৯ জন, স্পেনে ২৮৮ জন এবং ফ্রান্সে ১২০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
ইউরোপকে বর্তমানে করোনাভাইরাসের ‘কেন্দ্রস্থল’ হিসাবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।