স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার দৌড়ের ফাইনালে মাত্র ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়েছিলেন বিদ্যুৎ মানব জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
ওইদিন উসাইন বোল্ট যখন ফিনিশিং লাইন স্পর্শ করেন তখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধান ছিল বেশ কয়েক হাত। এক যুগ পর সেই ছবি আবার আলোচনায় উঠে এল করোনাভাইরাসের সৌজন্যে।
বিশ্বজুড়ে বর্তমান আতঙ্কের নাম করোনা। এ ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন, ইতালি, স্পেন, আমেরিকায় মৃত্যুমিছিল! বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। কোয়ারেন্টাইনে বাঁচার উপায় খুঁজছেন আতঙ্কিত মানুষরা।
করোনা সংক্রমণ রুখতে সেল্ফ আইসোলেশন, সামাজিক দূরত্ব এই শব্দগুলো এখন বিশ্বের প্রায় অধিকাংশ মানুষের মনে গেঁথে গিয়েছে। সেই সামাজিক দূরত্বের ছবি তুলে ধরলেন খোদ উসাইন বোল্ট।
সামাজিক দূরত্ব কি! সেটি বোঝাতে সামাজিক মাধ্যম টুইটারে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে বার্ড নেস্ট স্টেডিয়ামে ১০০ মিটার দৌড়ের ফিনিশিং লাইন এর ছবি নিজেই পোস্ট করলেন উসাইন বোল্ট।
Social Distancing #HappyEaster pic.twitter.com/lDCAsxkOAw
— Usain St. Leo Bolt (@usainbolt) April 13, 2020
সেদিন ফিনিশিং লাইন টাচ করার সময় বাকি অ্যাথলিটরা অনেকটাই তার পিছনে পড়েছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই করোনার বিরুদ্ধে লড়াই করে জিততে হবে সেই বার্তাই টুইটারে পোস্ট করা ছবিটার মাধ্যমে বুঝিয়ে দেন উসাইন বোল্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।