Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে একদিনে ৪ লাখ ৯ হাজার রেকর্ড সংক্রমণ শনাক্ত দেখলো বিশ্ব। সবমিলিয়ে আক্রান্ত ৪ কোটি ৩৮ লাখের মতো।
সোমবারও ৫ হাজারের বেশি মৃত্যু হলো কোভিড নাইনটিনে। বিশ্বে মোট প্রাণহানি ১১ লাখ ৬৪ হাজার ছাড়ালো।
তুলনামূলক দৈনিক মৃত্যুবরণের ঘটনা কমে এলেও প্রাণহানি আর নতুন সংক্রমণ শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫২০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ২ লাখ ৩১ হাজারের ওপর।
এদিন ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে এক লাখ ২০ হাজারের মতো মোট প্রাণহানি। তৃতীয় সর্বোচ্চ ৪০৫ জনের মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়।
একদিনে রেকর্ড ৩৩৭ জনের মৃত্যু দেখলো ইরান। এছাড়া, অন্যান্য লাতিন ও ইউরোপীয় দেশগুলোতেও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।