Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর বিশ্বে জ্বালানির চাহিদা ৮ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
আইএমএফ জানায়, করোনা মহামারিতে ২০১৯ সালের তুলনায় ৪১ শতাংশ কমেছে জ্বালানির চাহিদা। জ্বালানির চাহিদা এবং দাম কমা সরাসরি প্রভাব ফেলছে জ্বালানি আমদানি ও রফতানি নির্ভর অর্থনীতির দেশগুলোতে।
এর আগে জ্বালানি রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ’ও পূর্বাভাস দিয়েছে জ্বালানির চাহিদা কমার। গেলো মাসে আইইএ জানায়, চলতি বছর জ্বালানির দৈনিক চাহিদা ৭৯ লাখ ব্যারেল করে কমছে।
কিন্তু সরেজমিনে দেখা যায়, জ্বালানির চাহিদা কমেছে দৈনিক ৮১ লাখ ব্যারেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।