‘বিশ্বে মাত্র দুইজন প্রকৃত নেতা আছেন’

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে এই সময়ে মাত্র দুইজন প্রকৃত নেতা আছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার (৮ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এরদোয়ান জানান, প্রকৃত এই দুইজন নেতার মধ্যে তিনি নিজে একজন এবং আরেকজন হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে এখন মাত্র দুইজন অভিজ্ঞ নেতা আছেন। এরমধ্যে আমি একজন, আরেকজন ভ্লাদিমির পুতিন। কারণ আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি যা পুতিনের কাছাকাছি। এবং অন্যরা সব চলে গেছেন।

এরদোয়ান আরও বলেছেন, আমরা আমাদের আলোচনা চালিয়ে যেতে চাই। কারণ রাজনীতি চালিয়ে যাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায়, জার্মানিতে রাজনীতির সমাপ্তি ঘটেছে যখন অ্যাঙ্গেলা মার্কেল পদত্যাগ করেন।

আসাদ সরকারের পতন: মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কী?

তুরস্কের এই নেতা এদিন জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমাদের প্রতি তার সম্মানের জায়গা ছিল পুরোপুরি ভিন্ন। তিনি প্রকৃতপক্ষে ভাল একজন নেতা ছিলেন।

এর উদাহরণ হিসেবে এরদোয়ান বলেছেন, রমজানের সময় গেরহার্ড আমাদের টেবিলে বিয়ার পান করতেন না। তিনি সম্মান প্রদর্শন করতেন।