আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন বর্তমান বিশ্বের ৭৪০ কোটি মানুষের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান করে নিয়েছেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ।
দেখে নিন ফোর্বস ম্যাগাজিনের করা তালিকা মতে সেরা বিশজনের তালিকায় কোন ব্যক্তি রয়েছেন :
তালিকায় সবার প্রথম অবস্থানে রয়েছে চীনের প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। তিনি লেনিনগ্রাদের জন্মগ্রহণকারী রুশ প্রজাতন্ত্র বা রাশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ২য় মেয়াদে ৭ মে, ২০১২ তারিখ থেকে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন। এর পূর্বে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি এবং ১৯৯৯ থেকে ২০০০ ও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। এছাড়াও, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি এবং রাশিয়া ও বেলারুশের মন্ত্রীসভার সভাপতির দায়িত্ব পালন করেন।
তালিকার তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি তিনি। এছাড়াও তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও লেখক হিসেবে আলোচিত। তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
চতুর্থ অবস্থানে আছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি ২০১০ সালের ১০ এপ্রিল জার্মানির মেকলেনবার্গ-ভোরপোমার্ন প্রদেশ থেকে জার্মান সংসদে সর্বাধিক সংখ্যক আসন জয়ের মাধ্যমে চ্যন্সেলর নির্বাচিত হন। মের্কেল ক্রিসচিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং ২০০২ হতে ২০০৫ পর্যন্ত ক্রিসচিয়ান সোশ্যাল ইউনিয়ন-এর সংসদীয় জোটের চেয়ারম্যান ছিলেন।
এরপর পঞ্চম অবস্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিও জেব বেজোজ।
ষষ্ঠ অবস্থানে আছেন পোপ ফ্রান্সিস। তিনি রোমান ক্যাথলিক চার্চের পোপ ও খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু।
সপ্তম মার্কিন ধনকুবের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস।
অষ্টম সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ।
নবম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দশম অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা অ্যালফাবেট-এর প্রেসিডেন্ট ল্যারি পেজ।
১১তম অবস্থানে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম এইচ পওয়েল।
১২তম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
১৩তম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ।
১৪তম অবস্থানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে।
১৫তম অবস্থানে আছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
১৬তম অবস্থানে যুক্তরাষ্ট্রের শিল্পপতি বার্কশায়ার হ্যাথওয়ে’র সিইও ওয়ারেন বাফেট।
১৭তম অবস্থানে ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনি।
১৮তম অবস্থানে রয়েছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি।
১৯তম যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজ-এর সিইও জেমি ডিমন।
২০তম অবস্থানে রয়েছেন মেক্সিকোর শিল্পপতি গ্রুপো কার্সো-র চেয়ারম্যান কার্লোস স্লিম হেলু ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।