বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কিছুদিন আগে আসন্ন রিয়েলমি জিটি৩-এর রিটেইল বক্সের একটি ছবি শেয়ার অনলাইনে ফাঁস হয়েছিল। তারপর থেকেই এই স্মার্টফোনটির লঞ্চ নিয়ে জল্পনা শুরু হয়। ছবিটি প্রকাশ করেছে যে, রিয়েলমির এই ফ্ল্যাগশিপটি বিশ্বের দ্রুততম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যা মিনিট দশেকের মধ্যেই ব্যাটারি পুরো চার্জ করে দেবে।
আর এখন অবশেষে সব জল্পনার অবসান টেনে রিয়েলমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা আগামী ২৮ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ন্ড কংগ্রেসে (এমডাব্লিউসি ২০২৩) লঞ্চ ইভেন্টের মাধ্যমে বিশ্বের দ্রুততম ফাস্ট চার্জিং সুবিধার স্মার্টফোন ‘রিয়েলমি জিটি৩’ লঞ্চ করবে।
এই ফোনটি ২৪০ ফাস্ট ওয়াট চার্জিং সাপোর্ট করবে, যা টাইপ-সি স্ট্যান্ডার্ডের অধীনে ইন্ডাস্ট্রির দ্রুততম চার্জিং প্রযুক্তি। এর আগে শাওমির কল্যাণে স্মার্টফোন বিশ্ব সর্বশেষ ২১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছিল। এবার রিয়েলমির কল্যাণে প্রযুক্তি বিশ্ব পরিচিত হতে যাচ্ছে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে।
লঞ্চিং ইভেন্ট এই খাতের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস চলাকালীন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৮টায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে লঞ্চিং ইভেন্টটি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবে রিয়েলমি।
রিয়েলমি জিটি৩-এর স্পেসিফিকেশন
কিছুদিন আগেই রিয়েলমি চীনে জিটি নিও৫ স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে রয়েছে বিশ্বের প্রথম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। তবে বিশ্ববাজারে ‘জিটি নিও৫’ উন্মোচনের আগেই, রিয়েলমি এখন ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার ‘জিটি৩’ উন্মোচনের ঘোষণা দিয়েছে। তাই বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, কোম্পানিটি আসলে রিয়েলমি জিটি৩ ব্র্যান্ডিংয়ের অধীনে বিশ্ববাজারে রিয়েলমি জিটি নিও৫ লঞ্চ করবে।
রিয়েলমি জিটি৩ যদি সত্যিই রিয়েলমি জিটি নিও৫-এর রিব্র্যান্ডেড সংস্করণ হয়, তাহলে এতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন থাকবে, যা ১৪৪ হার্জ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১.৫কে রেজ্যুলেশন, ১,৪০০ নিটের পিক ব্রাইটনেস এবং ২,১৬০ হার্জ ইউএইচএফ পিডাব্লিউএম ডিমিং অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সঙ্গে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে। তবে, ১ টিবি যুক্ত ভ্যারিয়েন্টের বিশ্বব্যাপী লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। রিয়েলমি জিটি৩ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ দ্বারা চালিত হবে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি৩ ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর প্রধান ক্যামেরার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত থাকবে। সেলফির জন্য ফোনের ডিসপ্লের পাঞ্চ-হোলের ভিতরে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, রিয়েলমি জিটি৩ ফোনে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। যা ১০ মিনিটের মধ্যে চার্জ হবে বলে দাবি করা হয়েছে। গ্লোবাল মার্কেটে রিয়েলমি জিটি৩ ফোনটির দাম কত রাখা হবে, সেসম্পর্কে এখনো কোনো তথ্য সামনে আসেনি।
তথ্যসূত্র: জিএসএম অ্যারেনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।