আন্তর্জাতিক ডেস্ক : মাত্র একবছর। এই সময়ের মধ্যেই নিজের খোয়া যাওয়া স্থানটি ফিরে পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।
ফোর্বস ম্যাগাজিনের ৩৬তম রিপোর্টে গতবছর এশিয়ার সেরা ধনীর তকমাটি তিনি হারিয়েছিলেন আদানি গ্রুপের গৌতম আদানির কাছে। মাত্র এক বছরের মধ্যে ৩৭তম রিপোর্টে ৮৩.৪ বিলিয়ন ডলার নিয়ে মুকেশ শুধু এশিয়ার সেরা ধনী হননি, তিনি বিশ্বের ধনী তালিকায় ৯ নম্বরে উঠে এসেছেন।
৪৭.৪ বিলিয়ন ডলার নিয়ে গৌতম আদানি বিশ্বের ধনী তালিকায় ২৪ নম্বরে জায়গা পেয়েছেন। হিন্ডেনবার্গ রিপোর্ট কীভাবে আদানি সাম্রাজ্যে ধস নামিয়েছে এই তালিকাই তার প্রমাণ। ধনী তালিকার শীর্ষে আছেন আর্নল্ড পরিবার ২১১ বিলিয়ন ডলার নিয়ে।
দ্বিতীয় ইলন মাস্ক এবং তৃতীয় জেফ বেজস। মুকেশ আম্বানি গতবার গৌতম আদানির পিছনে পড়ে গিয়েছিলেন। ৯০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ নিয়েও তাকে ১০ নম্বর স্থানটি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এশিয়ার সেরা ধনীও হয়েছিলেন গৌতম আদানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।