আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশার ট্রেন দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের ভয়ঙ্করতম ট্রেন দুর্ঘটনা বলে জানা গেছে। প্রায় তিনশ যাত্রীর মর্মান্তিক মৃত্যু ও আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।
ভারতে এর আগেও একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছে ট্রেন। বহু মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের অনেক জায়গাতেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছে। গত ১০ বছরের এমন সব ঘটনা ঘটেছে যা ভোলা যাবে না কোনো দিন।
ফেব্রুয়ারি ২০২৩
গ্রিসের এথেন্স ও থেসালোনিকি রুটে মালবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫৭ জন নিহত হয়। যা দেশের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা।
মার্চ ২০২২
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর লুয়ালাবা প্রদেশে মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ৭৫ জন নিহত ও ১২৫ জন আহত হয়। এক মাস পর একই এলাকায় একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত আটজন মারা যান।
জুন ২০২১
পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬৩ জন মারা যায়।
এপ্রিল ২০২১
তাইওয়ানে কমপক্ষে ৪৯ জন নিহত ও ২০০ জন আহত হয়। এটি ছিল কয়েক দশকের মধ্যে ওই দ্বীপের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা।
অক্টোবর ২০১৯
পাকিস্তানের লাহোর শহরের কাছে একটি ধর্মীয় সমাবেশে তীর্থযাত্রীদের বহনকারী যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে কমপক্ষে ৭৪ জন মারা যায়।
অক্টোবর ২০১৬
ক্যামেরুনে একটি ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ৭৯ জন নিহত ও প্রায় ৫৫ জন আহত হয়।
এপ্রিল ২০১৪
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবৈধভাবে যাত্রী বহনকারী একটি পণ্যবাহী ট্রেন কমপক্ষে ১৩৬ জন নিহত হয়। যাদের অনেককে গণকবরে সমাহিত করা হয়
জুলাই ২০১৩
সান্তিয়াগো ডি কম্পোসটেলার কাছে কংক্রিটের দেয়ালে একটি দ্রুতগতির ট্রেন ধাক্কা দিলে প্রায় ৮০ জন নিহত ও ১৪০ জন আহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।