
পুলিশের একজন মুখপাত্র আজব সিং বলেছেন, এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা করা হচ্ছে। ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার একটি দোকান থেকে ওই ম’দ কেনা হয়েছিল। দুইজন ভাই মিলে ওই দোকান চালাতেন।
ভারতে করোনা দ্বিতীয় ঢেউ চলছে। এমতাবস্থায় কঠোর লকডাউন চলছে বিভিন্ন রাজ্যে। এরই অংশ হিসেবে ম’দের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। গত ১ এপ্রিল থেকে ভারতে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
কিছু মৃত্যু ও সংক্রমণের হার কিছুটা কমে আসার পর উত্তরপ্রদেশের কিছু জেলায় গত ১১ মে থেকে আবারও ম’দ বিক্রি শুরু হয়েছে। তবে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে ম’দ বিক্রির অনুমতি দেয়া হয়েছে।
যে ম’দপানে ওই ব্যক্তিদের মৃত্যু সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে সস্তা ম’দপানে প্রতি বছর ভারতে শত শত মানুষের মৃত্যু হয়। আর উত্তরপ্রদেশ এবং বিহারে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



