স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম-মেহেদী মিরাজ যা পারেননি, তাই করে দেখিয়েছেন আকবর আলী। চারবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন এখন বাংলাদেশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫মিনিটে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরবেন অকবর আলীর দল। জুনিয়র টাইগারদের বরণ করে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তুতি শুরু করেছে। তবে ক্রিকেট বোর্ডের প্রধান ফটকের মূল ব্যানারেই নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!
মঙ্গলবার সকালে বিসিবির প্রধান ফটকে বড় করে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো নিয়ে ব্যানার লাগায় বিসিবি। মূল ব্যানারে আকবর না থাকলেও, দুই নম্বর গেট বরাবর ওপর থেকে নিচে লম্বা করে টানানো ছোট দুটি ব্যানারে রয়েছে তার ছবি। সেখানে অবশ্য আকবরকে ফোকাস করেই ব্যানারটি বানানো হয়েছে। তবে প্রধান ব্যানারে তার ছবি না থাকাটা বেমানানই!
এ বিষয়ে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসি থেকে ছবি চাওয়া হয়েছে। আমরা যে গ্রুপ ছবিগুলো পেয়েছি, সেই ছবিগুলোতে আকবর থাকলেও জুম করলে তা ফেটে যাচ্ছিল। তাই সেখানে আকবর অনুপস্থিত। তবে আরও কিছু ব্যানার তৈরি হচ্ছে, সেখানে সে থাকছে। আমরা আরও দুটো ব্যানার লাগিয়েছি, যেখানে আকবরকে ক্রপ করে কেটে বসানো হয়েছে, আসলে সবার ছবিই ক্রপ করে বানানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।