স্পোর্টস ডেস্ক : বিশ্বেজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। ৮৮টি দেশে লক্ষাধিক করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। করোনাভাইরাস আতঙ্কে ক্রীড়াঙ্গনের বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।
সম্প্রতি ভারতেও ছড়িয়েছে করোনাভাইরাস। ইতিমধ্যে ৩১ জনকে চিহ্নিত করা হয়েছে। তাই বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বন্ধে রাজি নয় বিসিসিআই। বরং নির্দিষ্ট সময় শুরু হবে টুর্নামেন্টটি। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
‘সূচি অনুযায়ী আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। সৌরভ বলেন, ‘আইপিএল অবশ্যই হবে। সব জায়গায় টুর্নামেন্ট চলছে।’- বলেন সৌরভ। যদিও সম্প্রতি নেপালে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বন্ধ করা হয়। থাইল্যান্ডেও নারীদের মধ্যকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বন্ধ করা হয়েছে। এদিকে করোনা আতঙ্ক সত্ত্বেও পাকিস্তানে চলছে পিএসএল।
সৌরভ নিজের কথায় আরো যোগ করেন, ‘ইংল্যান্ড শ্রীলঙ্কায় খেলতে এসেছে। দক্ষিণ আফ্রিকাও ভারতে এসেছে। সেখানে তো কোনো ইস্যু দাঁড়ায়নি।’
সৌরভ জানিয়েছেন বিসিসিআই করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। সুরক্ষার দায় দায়িত্ব নিচ্ছে তারা। এজন্য পেশাদার ডাক্তারও নিযুক্ত করেছে তারা, ‘আমরা সব ধরণের সতর্কতা অবলম্বন করব। আমি সঠিক জানি না এর জন্য বাড়তি কি করা উচিত। তবে আমাদের মেডিক্যাল টিমের সঙ্গে আমার কথা হচ্ছে। তারা ইতিমধ্যে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করেছে। তার যথেষ্ট পেশাদার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।