বিজ্ঞান ও প্রযুক্তি: অল্প সময়ের জন্য বিশ্বের জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষ একই সঙ্গে দিনের আলোতে থাকবে। শুনতে অবাক হলেও প্রায় প্রতি বছরই এমন একটি দিন আসে আমাদের সামনে। যেদিন বিশ্বের জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ব্যাতিত প্রায় সবাই সূর্যালোকের নীচে থাকে।
বিস্ময়কর দিনটি আজ। শনিবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫ মিনিটে ইস্টার্ন টাইম সকাল ৭ টার পরে প্রায় এক মিনিটের জন্য একই সময়ে পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে আলো পৌঁছাবে। যদিও সবাই সূর্যের রশ্মির একই তীব্রতা অনুভব করবে না। কারণ ওই সময় কোথাও ভোর, কোথাও সকাল, কোথাও মধ্যাহ্ন, কোথাও দুপুর, কোথাও বিকাল, কোথাও সন্ধ্যা।
ওই সময় জাপানের পূর্ব অংশে বসবাসকারী লোকেরা সন্ধ্যা নামার অপেক্ষায় থাকবে। বাংলাদেশে শুরু হবে পড়ন্ত বিকেল। ঠিক সে সময় ক্যালিফোর্নিয়ার পশ্চিমে বসবাসকারী লোকেরা কেবল ভোরের আলোর অস্পষ্টতম ঝলক দেখতে পাবে।
গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে বিশ্বের বেশিরভাগ অংশকে দিনের আলোতে দেখায়। যা পরবর্তীতে সঠিক বলে নিশ্চিত করে নরওয়ে-ভিত্তিক ওয়েবসাইট টাইম অ্যান্ড ডেট।
টাইম অ্যান্ড ডেট তাদের গবেষণায় দাবি করে যে, বিশ্বের জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষ এক সঙ্গে সূর্যের আলোর নীচে ছিল। যার মধ্যে ৮৩ শতাংশ মানুষ সরাসরি দিনের আলোর মধ্যে ছিল। বাকিরা ১৬ শতাংশের কেউ ভোর ও কেউ গোধূলি লগ্নের আলোর মধ্যে ছিল।
চলুন জেনে নেই সে সময় কোন দেশ কোন অবস্থায় থাকবে :
ফিলিপাইন (লুজন) – সন্ধ্যা ৭:১৫ মিনিট
ভিয়েতনাম (হ্যানয়) – সন্ধ্যা ৬:১৫ মিনিট
বাংলাদেশ (ঢাকা) – বিকাল ৫:১৫ মিনিট
সৌদি আরব (রিয়াদ) – দুপুর ২:১৫ মিনিট
জিম্বাবুয়ে (হারারে) – দুপুর ১:১৫ মিনিট
আলজেরিয়া (আলজিয়ার্স) – মধ্যাহ্ন ১২:১৫ মিনিট
ইংল্যান্ড (গ্রিনিচ) – সকাল ১১:১৫ মিনিট
সেনেগাল (ডাকার) – সকাল ১১:১৫ মিনিট
ব্রাজিল (ব্রাসিলিয়া) – সকাল ৮:১৫ মিনিট
যুক্তরাষ্ট্র (ড্যালাস) – সকাল ৭:১৫ মিনিট
যুক্তরাষ্ট্র (শিকাগো) – ভোর ৬:১৫ মিনিট
কানাডা (রেজিনা) – ভোর ৫:১৫ মিনিট
পৃথিবী নিজ অক্ষে ২৩.৫ ডিগ্রি আনত এবং কক্ষপথে এই বিশেষ অবস্থান ও দিনের দৈর্ঘ্য তুলনামূলক বেশি বলে দিনের অর্ধাংশে বেশিরভাগ দেশ পড়ে। তাই ৯৯ শতাংশ মানুষ এক সঙ্গে সূর্যের আলোর নীচে থাকবে।
সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।