Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেকেই আহত হয়েছেন। ক্ষতি হয়েছে অনেক সম্পত্তির। গত দুইদিনে এমন হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়, রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২৩ জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। সেখানে ১৩ জন হতাহত হয়েছেন। এছাড়া উত্তর প্রদেশেও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী মোদি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য কাজ করছে।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বিহার ও উত্তর প্রদেশে ভারি বৃষ্টি ও বজ্রপাতে কিছু মানুষের করুণ মৃত্যুর খবর পেয়েছি। রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।