আন্তর্জাতিক ডেস্ক : গত বছর সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক ব্যক্তি কাপড় শুকানো যন্ত্রের দরজা খুলছেন, অন্য লোক সেটির ভেতরে একটি বিড়ালটি ঢুকিয়ে দেন। এরপর তারা যন্ত্রটি চালু করে চলে যান। বিড়ালটি সেখানে মারা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। পরে জানা যায়, ভিডিওটি মালয়েশিয়ার একটি বাড়ির ভিতরের ঘটনা।
ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মালয়েশিয়ায় নতুন প্রণীত প্রাণী কল্যাণ আইনের অধীনে মঙ্গলবার (৫ নভেম্বর) এক ব্যক্তিকে ৩৪ মাসের কারাদণ্ড ও ৯ হাজার ৭০০ ডলার জরিমানা করা হয়।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামায়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যশ রয়টার্স।
খবর বলা হয়েছে, মালয়েশিয়ার বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে প্রাণী কল্যাণ আইন করে। সেই আইনের র অধীন এই প্রথম কাউকে সাজা দেয়া হয়েছে।
আদালতের বিচারক রাশিয়াহ গাজালি বলেন, আমি আশা করছি, এতে অভিযুক্ত ও অন্যরা একটা শিক্ষা পাবেন যে প্রাণীদের প্রতি নৃশংস হওয়া যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।