বিনোদন ডেস্ক : ডোয়াইন জনসন। ভক্তদের কাছে তিনি- দ্য রক। রেসলিং আর হলিউড কাঁপানো এ তারকা বিয়ে করেছেন। ১২ বছর মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা সংগীতশিল্পী লরেন হাসিয়ানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
আজ (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইন জনসন নিজে।
সেখানে ছোট করে লিখেছেন, ‘উই ডু’। জানিয়েছেন, গত ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইতে তাদের বিয়ে হয়েছে। এরপর থেকেই পশ্চিমা সংবাদমাধ্যম ও সামাজিক যোগযোগের মাধ্যমগুলো তাদের নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। জানাচ্ছে উষ্ণ অভিনন্দন।
এটি ডোয়াইনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে প্রযোজক ড্যানি গ্রাসিয়ার সঙ্গে বিয়ে হয় তার। ২০০৭ সালে সংসারে ছেদ ঘটে।
বিচ্ছেদের পরপরেই এই তারকা সঙ্গে পরিচয় হয় লরেন হাসিয়ানের। ৪৭ বছর বয়সী ডোয়াইন ও ৩৪ বছরের লরেন বন্ধুত্ব ও প্রেমের পর বিয়ে করলেন। তাদের ঘরে জেসমিন ও তিয়ানা নামে দুটি কন্যাসন্তানও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।