বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই শোবিজে অনিয়মিত ২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। মাঝে কিছুটা সময় কাজে দেখা গেলেও আবার অনেকটা সময় ছিলেন নিরব। এবার দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন এই লাক্সতারকা।
গেল ৮ অক্টোবর পারিবারিকভাবে মাহমুদ আরাফাতকে বিয়ে করেন চৈতি। চৈতির স্বামী একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত রয়েছেন।
নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি বিজ্ঞাপন করেছেন চৈতি। আর সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন চৈতির স্বামী মাহমুদ আরাফাত। ওই সূত্রেই চৈতির সঙ্গে তার পরিচয়। নির্বাচন কমিশনে এয়ারফোর্স অফিসার (স্কোয়াড্রন লিডার) কমিউনিকেশন হেড ছিলেন মাহমুদ, এরপর সেখান থেকে বর্তমানে একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট হিসেবে কর্মরত।
চৈতি বলেন, চলতি বছরের মাঝামাঝিতে আমাদের পরিচয়। এরপর দুজনার জানাশোনার কথা দুই পরিবারকে জানাই। তারা আমাদের কথা মূল্যায়ন করেছেন। আমাদের মধ্যে প্রেম ছিল না। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়। সবকিছু একটু তাড়াহুড়ো করেই হয়ে গেল।
চৈতি আরও বলেন, মাহমুদ আরাফাত দেশের বাইরে মিশনে ছিলেন। তখন থেকেই তিনি আমাকে চিনতেন। আমার নাটক দেখতেন। বর্তমানে আমরা দুজনেই খুব ভালো আছি। আমার কাজকেও তিনি সম্মান করেন। আগেও যেভাবে বেছে বেছে অল্প কাজ করতাম, বিয়ের পরে সেভাবেই কাজ করছি।
এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেছিলেন চৈতি। বনিবনা না হওয়ায় তিন বছরের মাথায় চৈতির ওই দাম্পত্য জীবন ভেঙে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



