বিদেশি গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেমের সূত্র ধরেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। তা নিয়ে ব্যপক জল ঘোলা হয়েছিলো। অনেকেই সন্দেহ করছিলেন, হৃত্বিকের স্ত্রী সুজান খানই অর্জুনের গোপন প্রেমিকা। তবে সব গুঞ্জনকে উড়িয়ে সবাইকে তার প্রেমিকা হিসেবে গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে পরিচয় করিয়ে দিলেন অর্জুন।
দুজনে বেশ সুখের সময় কাটাচ্ছেন। বিয়ে না করেও একই ছাদের নিচে থাকছেন। ঘুরে বেড়িয়েছেন বিশ্বের নানা দেশে দেশে। এবার আসলো নতুন খবর। বান্ধবীর কোলে আসলো আরো একটি সন্তান। যার ফলে তৃতীয় সন্তানের বাবা হওয়ার স্বাদ পেলেন অর্জুন রামপাল। গত ১৮ জুলাই পৃথিবীর মুখ দেখেছে অর্জুনের পুত্র।
সোশাল মিডিয়াতে সেই সুখবরটি ছড়িয়ে দিলেন পরিচালক জে পি দত্তার মেয়ে নিধি দত্তা। শনিবার (২০ জুলাই) ছেলের প্রথম ছবি ইনস্টাগ্রাম স্টোরিজ-এ শেয়ার করলেন গাবরিয়েলা। ছেলেকে কোলে নিয়ে ছবি তোলেন অর্জুন রামপালও। তবে এখনও ছেলের মুখ দেখাননি কাউকে। এর আগের সংসারে দুটি মেয়ে রয়েছে অর্জুন রামপালের। তারা হলো মাহিকা ও মায়রা।
অর্জুন রামপাল প্রসঙ্গত, প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনে নানা কারণে ফাঁটল দেখা দেয় অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার। তারই জের ধরে গেল বছরে চূড়ান্তভাবেই আলাদা হয়ে যান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।