জুমবাংলা ডেস্ক : ডাবল সেঞ্চুরি করে এখনো নটআউট পেঁয়াজ। দেশজুড়ে বাজারে অভিযান, বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস, বড় চালান আসার খবর—কোনো কিছুই থামাতে পারছে না পেঁয়াজের দরবৃদ্ধিকে। বাঙালি রান্নার উপাদেয় এই উপকরণটির চোটপাটে ক্রেতারা দিশেহারা।
ইতোমধ্যে পেঁয়াজের দাম প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায় পৌঁছেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। ইতিমধ্যে বিয়ে বাড়িতে পেঁয়াজ উপহার দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে, পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে কার্গো উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজের মাধ্যমে পেঁয়াজ আমদানি করছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে আজ শুক্রবার (১৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে,পেঁয়াজের বাজারের ঊর্ধ্বমুখিতার প্রতিবাদ জানাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। পাঠকরা বই কিনলে প্রতিটি বইয়ের সঙ্গে প্রতিবাদ হিসেবে একটি করে পেঁয়াজ ফ্রি দেবেন বলে জানিয়েছেন বই ব্যবসায় সম্পৃক্ত এ শিক্ষার্থী।
জানা গেছে, পাঠকদের কাছে দীর্ঘদিন ধরে বই বিক্রি করে আসছেন সাজ্জাদুল ইসলাম।পেঁয়াজের দাম বৃদ্ধিতে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন তিনি। সর্বশেষ ব্যবসায়ীদের কর্মকাণ্ডের প্রতিবাদে এ কার্যক্রম হাতে নেন সাজ্জাদুল।
সাজ্জাদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভোলগা থেকে গঙ্গা, দাম ২০০ টাকা মাত্র। সাথে বড় একটা পেঁয়াজ ফ্রি… পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মিশোপার পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমরা প্রতি বইয়ের সাথে একটা করে পেঁয়াজ ফ্রি দিবো।
এছাড়া বিয়ে বাড়িতে পেঁয়াজ উপহার দেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে সাদিক খান লিখেছেন, বিয়ে বাড়িতে পিঁয়াজ উপহার দেওয়াটা অবাক হওয়ার কিছু নেই!
সময়ের সবচেয়ে দামী উপহার! আপনি কার বিয়েতে দিবেন ভাবছেন !!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।