পঞ্চম বিয়ের আসরে বাবাকে পেটালেন সাত ছেলেমেয়ে, ভয়ে পালালেন কনে

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আসরেই বরকে বেদম মারধর করা হয়েছে। এ সময় বিয়ের আসর থেকে কনে পালিয়ে যান বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগেও চারবার বিয়ে করেছেন বছর পঞ্চান্নর সাফি আহমেদ। তবে পঞ্চমবার বিয়ের ভাগ্য আগের গুলোর মতো সুপ্রসন্ন ছিল না তার। পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে সাফির সাত ছেলেমেয়ে।

ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে আহমেদের সম্ভাব্য পঞ্চম বিয়ে একটি বাজে নাটকে পরিণত হয় যখন তার সাত সন্তান এবং তাদের মা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে হট্টগোল শুরু করেন।

ঘটনাস্থলে জড়ো হওয়া বিপুল সংখ্যক লোক বরকে মারধর করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কনে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক তেজ প্রকাশ সিং বলেন, বরের ছেলেমেয়েরা ঘটনাটি পুলিশকে জানান। এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করি।

সাফির ছেলেমেয়েরা বলেন, তাদের বাবা তাদের মাসিক খরচের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই যখন তারা তার পঞ্চম বিয়ের কথা জানতে পারে তখন তারা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

স্থায়ীভাবে দুই লাখ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া