জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে মো. সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে দু’দিন ধরে অনশন করছেন নাসরিন আক্তার নামে এক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অবস্থার বেগতিক বুঝে কাজী ডেকে আনার কথা বলে সাদ্দামের বৃদ্ধ বাবা মো. মোজাম্মেল হক বাড়ি ছেড়ে পালিয়েছেন।
এদিকে কনস্টেবল ও তার পরিবারের কাউকে বাড়িতে না পেয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যার হুমকি দিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে বিয়ে করা না হলে সবাইকে বলে এমনকি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। বোরবার সন্ধ্যায় উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে ঘুরে ওই পুলিশ কনস্টেবলের বাড়িতে গিয়ে নাসরিন আক্তার নামে ওই শিক্ষার্থীকে অনশনরতবস্থায় দেখা যায়।
তিনি বলেন, ‘কনস্টেবল সাদ্দাম হোসেন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বনাশ করেছে। এখন তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে চাচ্ছেন না। সে আগের মতো আমার সঙ্গে যোগাযোগও করছিলো না। আমি পরিস্থিতি বুঝতে পেরেই রোববার সন্ধ্যার দিকে সাদ্দামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করি। আর সাদ্দাম বাজার থেকে কাজী ডেকে আনার কথা বলে তার বাবাকে নিয়ে কৌশলে পালিয়ে গেছে। প্রয়োজনে আমার বিয়ে না হওয়া পর্যন্ত অনশন করে যাবো। আমি এর শেষ দেখে ছাড়বো। দরকার হলে এজন্য প্রাণ বিসর্জন দিতেও আমি প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে অনশনরত পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীর পিতা উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল লতিব বলেন, বিয়ের কথা বলে এখন বিয়ে করতে অসম্মতি দিয়ে পালিয়েছে সাদ্দাম। বিষয়টি সহজে ছেড়ে দেয়া হবেনা। সাদ্দাম আমার মেয়ের সাথে এটা খুবই খারাপ করেছে। আমার মেয়ের সর্বনাশ করেছে।’
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি এখনও পর্যন্ত কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।