স্পোর্টস ডেস্ক : মিরপুরে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করে গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও র্যাবিটহোল ওয়েব। নির্ধারিত ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে জিম্বাবুয়েকে ২০১ রানের টর্গেট দেয় বাংলাদেশ।
জবাবে, ব্যাটিং নেমে ১৯ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ফলে ৪৮ রানে বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। যদি দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে টি-টুয়েন্টিকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।
এদিকে, দুর্দান্ত খেলে মাত্র ৩২ বলে ৬২ রান করেন সৌম্য সরকার। বিয়ের পর প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন সৌম্য সরকার। যদিও ম্যাচ শেষের দিকে টুক টাক ভুল ভ্রা’ন্তি ছিল তাঁর। যেমন ক্যাচ মিস। সৌম্য সরকার বলেন, ‘অনেক দিন পর ম্যাচে ফিরেছি। তাই একটু ভিত ছিলাম। তবে, পরবর্তীতে এসব ভুল ভ্রা’ন্তি ঠিক করে নিবো।’
এর আগে, শুরুতে ব্যাটিংয়ে নামে ওপেনিং জুটি তামিম ও লিটন দাস। শুরুতে দুর্দান্ত ব্যাটিং শুরু করে এই ওপেনিং জুটি। পরে ৩৩ বলে ৪১ রান করে আউট হন তামিম। এদিকে, দুর্দান্ত খেলে হাফসেঞ্চুরি করেন লিটন দাস। পরে ৩৯ বলে ৫৯ রান করে আউট হন লিটন দাস। পরে ৮ বলে ১৭ রান করে আউট হন মুশফিকুর রহিম। সৌম্য সরকার ৩২ বলে ৬২ ও মাহমুদুল্লাহ ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
ওয়ানডে সিরিজে ৩-০ তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর এখন অপেক্ষা টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের৷ ইতোমধ্যেই প্রথম টি-টুয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। তাই এখন দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে হারাতে পারলেই টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।