Advertisement
বিনোদন ডেস্ক : বিয়ের পর বেশ কয়েকমাস সংসার নিয়েই ব্যস্ত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’র মাধ্যমে ফের একবার পর্দায় ফিরতে চলেছেন তিনি। ইতিমধ্যেই ছবির শুটিংও শেষ করে ফেলেছেন। এবার ম্যাগাজিনের ফটোশ্যুটে ধরা পড়লেন অভিনেত্রী।
স্টারডাস্ট ম্যাগজিনের জন্য ফটোশ্যুটের ছবি ও ভিডিও দুটোই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন শুভশ্রী।
এই ফটোশ্যুটে দেখা গেছে অভিনেত্রীর আদরের পোষ্য জিলাটোকেও। গত বছর মে মাসে দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয় রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান।
বিয়ে থেকে মধুচন্দ্রিমা সব ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। বিয়ের পর ‘অ্যাডভেঞ্চার অফ জোজো’ ছবির মাধ্যমে অনেক আগেই কাজ ফিরেছেন রাজ চক্রবর্তী। এবার শুধু শুভশ্রীর পর্দায় ফের পালা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।