স্পোর্টস ডেস্ক : বিয়ের জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছিলেন। সাতপাকে বাঁধা পড়ে ফের সৌম্য সরকার ফিরেছেন ক্রিকেটে। ফিরেই সুখবর-জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাক পেলেন এই অলরাউন্ডার।

বিয়ের জন্য ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে ছিলেন সৌম্য। এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ও ২টি ওয়ানডে খেলতে পারেন নি। শুক্রবার সফরকারীদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হয়তো মাঠে দেখা যেতে পারে তাকে। সৌম্য ছাড়া দলে কোন পরিবর্তন আনেন নি নির্বাচকরা।
সিলেটে টানা দুটি ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শুক্রবার (৬ মার্চ) হোয়াইটওয়াশের মিশন নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


