বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন সংগীতশিল্পী মৌমিতা তাশরীন নদী। পাঁচ মাস আগে সংগীত পরিচালক হাসিন হাসনাত হৃদয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গেল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান তরুণ প্রজন্মের এই গায়িকা।

সংগীতশিল্পী নদী গণমাধ্যমকে জানান, ‘বিয়েটা করেছি আরও পাঁচ মাস আগে। এত দিন জানানো হয়নি। গতকাল মনে হলো আর গোপন রাখা ঠিক হবে না, এবার সবাই জানুক। তাই জানিয়ে দিলাম।’
নদী বললেন, ‘চুপিসারে বিয়েটা সেরে ফেলেছি। অনুষ্ঠানে দুই পরিবারের কাছের কয়েকজন ছিলেন।’ গায়িকা নদীর বর হাসিন হাসনাত হৃদয় পেশায় একজন সংগীত পরিচালক। তরুণ প্রজন্মের এই গায়িকা এবং সংগীত পরিচালক তাদের বিয়ের খবর পাঁচ মাস পর জনসমক্ষে প্রকাশ করেন। গতকাল বরের সঙ্গে একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে নদী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান। আপনারা সবাই দোয়া করবেন।’
বিয়ের আগে এক বছর প্রেম করেছেন নদী ও হৃদয়। তবে প্রেমের সম্পর্কে থাকলেও বিয়েটা পারিবারিকভাবেই করেছেন তারা। এই গায়িকার ভাষ্য, ‘বিয়ের ক্ষেত্রে একজন সুন্দর মনের মানুষের প্রয়োজন। যে মানুষ আমাকে বুঝবে, যার হাত ধরে আগামীর জীবনটা কাটিয়ে দিতে পারব। হৃদয় আমার জীবনে সে রকমই একজন। মানুষ হিসেবে সে অসাধারণ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুব খুশি। সবচেয়ে বড় ব্যাপার, আমি একটা চমৎকার পরিবার পেয়েছি।’
দুজনের একসঙ্গে কাজের বিষয়ে নদী জানান, ‘আমার ছয়-সাতটি গানের সংগীত পরিচালক হৃদয়। বিয়ের আগে গানগুলো প্রকাশিত হয়েছে। আরও কয়েকটি গান তৈরি করা আছে। এগুলো সামনে প্রকাশিত হবে।’
প্রসঙ্গত, ২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন নদী। এরপর থেকেই পেশাদার সংগীতে তার যাত্রা শুরু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



