আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ দিনের প্রেমিক ক্লার্ক গেফোর্ডের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে ভড়কে গিয়েছিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি নিজেই বলেছেন, বিয়ের ব্যাপারটা নিয়ে পুরোপুরি অন্ধকারে ছিলেন।
ইস্টার সানডের ছুটির সময় জাসিন্ডা ওই প্রস্তাব পান। তারপর বাগদান সেরে ফেলেন। জীবনের আরেকটি অধ্যায় শুরু হওয়ার পর সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
‘বিয়ের প্রশ্নে অবাক হয়েছিলাম,’ জানিয়ে কিউই প্রধানমন্ত্রী বলেন, ‘তার রোমান্টিক প্রস্তাবের কথা আমি কখনো লুকাতে চাইনি। তাই সবার সঙ্গে খুব দ্রুত শেয়ার করেছি।’
২০১৮ সালে মা হন জাসিন্ডা। তিনি বিশ্বের দ্বিতীয় নারী, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেন। এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মা হন।
ক্রাইস্টচার্চে মসজিদে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার পর নানা পদক্ষেপ নিয়ে নজর কাড়েন ৩৮ বছর বয়সী জাসিন্ডা। খ্রিস্টান শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসীর ওই হামলায় নিহত হন ৫০ জন। এ পরিস্থিতি মোকাবিলা ও দেশের সম্প্রীতি ধরে রাখায় তার সাহসী ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News , Twitter(X) , Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel