বিনোদন ডেস্ক : বিয়ের বয়স হয়েছে। তাই বিয়ে করতে আগ্রহী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শনিবার (১৪ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিয়ের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

ঢালিউডে অল্প দিনেই বেশ খ্যাতি পেয়েছেন বুবলি। শাকিব খানের সঙ্গী হিসেবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করে এ পর্যন্ত ১১টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা।
তবে সম্প্রতি শাকিব খান থেকে বেরিয়ে প্রথম অন্য নায়কের বিপরীতে অভিনয় করছেন। সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করছেন নায়ক নিরবের বিপরীতে। ছবির শুটিং প্রায় ৬০ ভাগ শেষ হয়েছে।
শনিবার সাক্ষাৎকারে চলচ্চিত্র জাগতে তার নানান অভিজ্ঞতা জানিয়েছেন। নিরব সম্পর্কে তিনি বলেন, নিরব একজন অমায়িক মানুষ। শুটিংয়ের আগে ও শুটিং চলাকালীন খুব সহযোগিতা করে আসছেন নিরব।
বিয়ে করছেন কবে, এমন প্রশ্নের জবাবে বুবলি বলেন, এটা ঠিক যে আমারও বিয়ের বয়স হয়ে গেছে। তাই বিয়ে করতে হবে। তবে কবে করছি এখনই বলা যাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


