স্থানীয় প্রধান মেডিকেল অফিসার ডা. নীতা কুলশ্রেষ্ঠ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের পর পরই বর অসুস্থ হয়ে পড়েন। গত ৪ ডিসেম্বর তিনি মারা যান। এদিকে বরের মৃত্যুর পর নববধূসহ পরিবারের ৯ সদস্যের করোনা শনাক্ত হয়। তাদের সবারই চিকিৎসা চলছে। তবে পরীক্ষা না হওয়ায় ওই ব্যক্তি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা জানা যায়নি।
তিনি আরও জানান, করোনা পরীক্ষার জন্য ওই গ্রামে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৩৬৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।