জুমবাংলা ডেস্ক : বিয়ের ৬ দিন পর ট্রাকের চাপায় প্রাণ গেল মাসুম বিল্লাহ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রয়না ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম জেলার লালপুর উপজেলার ধলামানিকপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি বড়াইগ্রামের রয়নাভরট হাটে মোটরসাইকেলের মেকানিক হিসেবে কাজ করতেন। তিনি গত বৃহস্পতিবার কর্মস্থলের পাশে বড়াইগ্রাম সদর ইউনিয়নের মানিকপুর গ্রামে বিয়ে করেছিলেন।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী জানান, বুধবার রাতে মাসুম দোকান থেকে বেরিয়ে মোটরসাইকেলে তেল উঠাতে পাশের ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা এগিয়ে এসে তাকে দ্রুত বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।