
জুমবাংলা ডেস্ক: বিয়ের সাত বছর পর একসঙ্গে তিন সন্তানের মুখ দেখলেন নারায়ণগঞ্জের এক দম্পতি। একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছে এক মা। তিনটি সন্তানের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে শিশু।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে প্রসব ব্যথা উঠলে প্রসূতি নাসরিনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে সিজারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন নাসরিন।
Advertisement
সন্তান তিনটির মধ্যে দুইটি মেয়ে ও একটি ছেলে। তাদের ওজন যথাক্রমে প্রথম মেয়ে ২.৭ কেজি, দ্বিতীয় ছেলে ২.৬ কেজি, তৃতীয় মেয়ে ২ .৫ কেজি। বর্তমানে মা নাসরিনসহ তিন সন্তানই সুস্থ রয়েছেন।
তিন সন্তানের বাবা আব্দুস সামাদের বাড়ি পাবনার সুজানগর উপজেলার তারাবাড়িয়া গ্রামে। তিনি বলেন, বিয়ের সাত বছর পর আমার ঘরে তিনটি সন্তান ভূমিষ্ট হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি। আমার আবেগ বলে বুঝাতে পারবো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


