জুমবাংলা ডেস্ক : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা বীরমাতা মোসাম্মৎ মালেকা বেগমের (৯৬) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলায় আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে, স্থানীয় মোস্তফা কামাল ঈদগাহ মাঠে মালেকা বেগমের মরদেহ রাখা হলে সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীরমাতা মালেকা বেগম মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ,রক্তশূন্যতা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত (১৮আগস্ট) তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ‘বীরমাতাকে’ সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে তিনি চিরবিদায় নেন।
জানাজায় উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, শেখ হাসিনা সেনানিবাসের লেফটেন্যান্ট মো. আহাদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদসহ, প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সেনাবাহিনী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
অন্যদিকে ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।