ভেঙে পড়ার ভয়ে বরফের চাদরে বুকে ভর দিয়ে এগোচ্ছে মেরু ভালুক

মেরু ভালুক

আন্তর্জাতিক ডেস্ক : কোনও নদী, সমুদ্র বা জলাশয়ের উপর জমে থাকা বরফের চাদরের উপর দিয়ে যাওয়ার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। পায়ের চাপে বরফে ফাটল ধরে সেই জলাশয়ে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সাধারণত পরামর্শ দেওয়া হয় যে, এমন অবস্থায় বুকে ভর দিয়ে খুব ধীরে ধীরে ওই বরফের চাদরের উপর দিয়ে এগনো উচিত।
মেরু ভালুক
কোনও উদ্ধারকাজের ক্ষেত্রে এ ধরনের দৃশ্য দেখা যায়। কিন্তু সম্প্রতি একটি দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে কোনও মানুষ নয়, একটি মেরু ভালুককে ঠিক একই কায়দায় হ্রদের উপর জমে থাকা বরফের চাদরের উপর দিয়ে বুক ভর দিয়ে যেতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভালুকটি অতি সন্তর্পণে হ্রদের উপর জমে থাকা বরফের উপর বুকে ভর দিয়ে শুয়ে পড়ল। তার পর ধীরে ধীরে এগোতে থাকল। হ্রদ পেরোতেই আবার সে উঠে দাঁড়িয়ে পড়ল।

মেরু ভালুকের এমন দৃশ্য দেখে এক জন মন্তব্য করেছেন, “পুরো বিজ্ঞানসম্মত উপায়কে কাজে লাগাল। দারুণ। শরীরের ওজন যাতে সমান ভাবে বরফের চাদরের উপর পড়ে মেরু ভালুকও তা শিখে নিয়েছে।” আরও এক জন বলেছেন, “বাঁচার ক্ষেত্রে কী উপায় অবলম্বন করতে হবে সেটা আমাদের থেকেও ওরা ভাল জানে।” আর এক জন বলেছেন, “এ ভাবে বুকে ভর দিয়ে এগোলে বরফের উপর সমান ভাবে চাপ পড়বে, বিজ্ঞানের এই পন্থাটা ওদের শেখাল কে?”

কৃষকের বাড়িতে ঢুকে পড়লো বিরল সাদা কিং কোবরা, ভাইরাল ভিডিও