স্পোর্টস ডেস্ক: ৫২টি দল নিয়ে বুধবার (১০ নভেম্বর) পল্টন ময়দানের মাঠে শুরু হচ্ছে ওয়ালটন-ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে মোট ৫২টি দল অংশগ্রহণ করছে। দল সংখ্যা অধিক হওয়ায় চারটি গ্রুপে ছয় দল ও অন্য চার গ্রুপে সাত দল খেলবে। গ্রুপপর্বের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে।
আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল শেষে সেমি-ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। সিক্স এ সাইড খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর পল্টন ময়দানে।
সংবাদ সম্মেলনে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সবসময়ই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণভাবে ডিআরইউর পাশে থাকে।
ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া কাপ কাল (বুধবার) থেকে শুরু হচ্ছে। এখানে ৫২টি দল অংশগ্রহণ করছে। সাধারণত এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ক্রিকেটের নিউজ করেন। এখন আমরা দেখবো তারাই ক্রিকেট খেলছেন। উৎসবমূখর পরিবেশে টুর্নামেন্টি শেষ হবে বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফার বাড়িয়া, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।