রোহিত শর্মার অধীনে ভারত জাতীয় দল ও মুম্বাই ইন্ডিয়ান্সে দীর্ঘ সময় ধরে খেলে আসছেন জাসপ্রিত বুমরাহ। এমনকি দুই দলের হয়েই তিনি শিরোপাও জিতেছেন। যার সর্বশেষ ট্রফি রোহিত-বুমরাহ কিংবা বিরাট কোহলিদের আন্তর্জাতিক ক্যারিয়ারে পূর্ণতা দিয়েছে। স্বভাবতই অধিনায়ক রোহিতের প্রশংসা ঝরেছে বুমরাহ’র কণ্ঠে। তবে পছন্দের অধিনায়ক হিসেবে নিজের নামই উচ্চারণ করেছেন এই তারকা পেসার।
স্বদেশি সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন বুমরাহ। তিনি বলেন, ‘আমার পছন্দের অধিনায়ক আমি নিজে, কারণ আমি বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছি। নিশ্চিতভাবে অনেক কিংবদন্তি অধিনায়ক আছেন, কিন্তু এক্ষেত্রে আমি নিজের নামই নেবো। আমি নিজের পছন্দের অধিনায়ক।’
তবে এরপরই রোহিতের অধিনায়কত্ব গুণ নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখিয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের কথা। যেখানে রোহিতের ফিল্ড সেটআপ নিয়ে বুমরাহ মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে, যখন তরুণ ক্রিকেটাররা দলে এসেছে, রোহিত তাদের জন্য খুবই স্বস্তির পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। নিজ থেকে অতিরিক্ত নিবেদন দিয়েছেন, তিনি তাদের সঙ্গে কথা বলেছেন, সাহস জুগিয়েছেন এবং তাদের দায়িত্বও বুঝিয়ে দেন। ফলে তরুণদের মধ্যে সিনিয়র-জুনিয়র বোধ আর কাজ করেনি, কারণ এখানে সবাই সমান।’
এমনকি রোহিতকে বোলারদের জন্য আরামদায়ক অধিনায়ক বলেও উল্লেখ করেছেন বুমরাহ, ‘একজন অধিনায়কের কাছ থেকে বোলাররা সমানুভূতি আশা করে, রোহিত শর্মা তাদের মধ্যে অন্যতম। বোলারদের মাইন্ডসেট বোঝা খুবই কঠিন, তাই আমি মনে করি বোলাররা ভালো অধিনায়ক হয় এবং তারা বুঝতে পারে কখন কী করতে হবে। ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোলারের প্রয়োজন অনুসারে ফিল্ডিং সাজানো।’
এ ছাড়া দলে কোহলির ভূমিকা নিয়েও কথা বলেছেন বুমরাহ। ডানহাতি এই গতিতারকা বলেন, ‘বিরাট দলে শক্তি জোগায়। সে খুব নিবেদিত একজন, পোশাকের ওপরে তার হৃদয় থাকে। সে আমাদের ফিটনেস ঠিক রাখতে উদ্বুদ্ধ করে। এভাবে পরিবর্তন আসে বাকি সবার দৃষ্টিভঙ্গিতে। যদিও বিরাট অধিনায়ক নয়, কিন্তু তবুও তার ভূমিকা থাকে নেতার মতো।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.